সংবাদদাতা, অন্ডালঃ সিভিক পুলিশের সততায় ফেলে যাওয়া ব্যাগ ফেরত পেলেন মহিলা । বুধবার ঘটনাটি ঘটে অন্ডাল গ্রাম বাস স্ট্যান্ডে। এদিন সকালে বাপের বাড়ি মুর্শিদাবাদ যাবার জন্য স্বামীর সাথে চারচাকা গাড়ি করে দুর্গাপুর থেকে অন্ডাল স্টেশন যাচ্ছিলেন ওই মহিলা। অন্ডাল গ্রামের কাছে এসে মহিলার স্বামী লক্ষ্য করেন প্রয়োজনীয় একটা জিনিস বাড়িতে রয়ে গেছে । মহিলাকে অন্ডাল গ্রাম বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ে বসিয়ে তার স্বামী জিনিসটি আনতে বাড়ি ফিরে যান । ফিরে এসে প্রতীক্ষালয় থেকে স্ত্রীকে নিয়ে অন্ডাল স্টেশনের দিকে রওনা দেন তিনি । সাথে থাকা পার্স ব্যাগটি প্রতীক্ষালয়ে ভুলে জান ওই মহিলা । কিছুক্ষণ পর ব্যাগটি নজরে পড়ে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের । ব্যাগটি উদ্ধার করে তিনি জমা দেন অন্ডাল ট্রাফিক গার্ড অফিসে । কিছুক্ষণ পর ব্যাগের খোঁজে ওই দম্পতি ফিরে আসেন অন্ডাল গ্রাম বাস স্ট্যান্ডের সামনে । ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি তারা সিভিক ভলেন্টিয়ার্সকে জানান । সিভিক ভলেন্টিয়ার্স তাদের জানান ব্যাগটি অন্ডাল ট্রাফিক গার্ডের কাছে জমা রাখা আছে । দম্পতি সেখানে পৌঁছান । তথ্যপ্রমাণ দেখে ব্যাগটি তাদের হাতে তুলে দেন পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) তহীদ আনোয়ার । ব্যাগের ভিতর নগদ আট হাজার টাকা, আধার কার্ড ও একটি সোনার কানের দুল ছিল বলে জানান, অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি সতীনাথ শীল ।