ইউরোর জন্য করোনা বাড়ছে ইউরোপে

author-image
New Update
ইউরোর জন্য করোনা বাড়ছে ইউরোপে

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের মেগা আসর ইউরো কাপ আয়োজনের পর থেকে ইউরোপ অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ আবার বাড়ছে।

জুলাই মাসের শুরু থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছিল ইউরোপে। আগের দুই মাসে একেবারেই কমে গিয়েছিল করোনার প্রকোপ। এতে করোনা-বিধি শিথিল হয় বহু দেশে।

এর মধ্যে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউরো কাপ, একাধিক স্পোর্টস টুর্নামেন্ট শুরু হয়। বারবার সাবধান করেছিলেন বিশেষজ্ঞেরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার প্রধান হান্স ক্লুগ জানিয়েছিলেন, মারাত্মক ঝুঁকি নিচ্ছে দেশগুলো। টুর্নামেন্টগুলো সুপার স্প্রেডারহয়ে উঠতে পারে, সেই হুঁশিয়ারিও দেন। কিন্তু তাতে সিদ্ধান্ত পাল্টায়নি। ফলে যা হওয়ার, তা-ই হচ্ছে।

বার্সেলোনার একটি হাসপাতালের ম্যানেজারের বক্তব্য, ‘কিছু দিনের জন্য দম ফেলার সময় পেয়েছিলাম। এখন ফের রোগীর ভিড় উপচে পড়ছে!

লন্ডন ও সেন্ট পিটার্সবার্গ থেকে ইউরোর ম্যাচ দেখে ফেরার পর বহু দর্শকের করোনা-পজিটিভ ধরা পড়েছে।

স্কটল্যান্ডের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ম্যাচ দেখে লন্ডন-ফেরত অন্তত ১২৯৪ জন সংক্রমিত হয়েছেন।