নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব জুড়ে বাড়ছে মাঙ্কিপক্স। এবার এই বিষয় নিয়ে চিন্তা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা বিশ্বের ২৯ টি দেশে এখনও পর্যন্ত ১০০০ টিরও বেশি মাঙ্কিপক্সের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রাথমিক স্তরেই রোগটির ছড়িয়ে পড়া আটকানোর ব্যবস্থা করতে বলা হয়েছে হু এর তরফে। এছাড়াও রোগটির পরিচিতি সনাক্ত করে দ্রুত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করার বিষয়ে বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি ডঃ টেড্রোস আধানম।