দিগ্বিজয় মাহালিঃ মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে মেদিনীপুর সদরের চিলগোড়া ও ধেড়ুয়া এলাকাতে। পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করে গুড়গুড়িপাল থানার পুলিশ। তদন্তে নেমে শিরষী এলাকার গদাধর মাহাতো নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রথম পোস্টারটি পড়ে মঙ্গলবার সন্ধ্যার পর মেদিনীপুর সদর ব্লকের চিলগোড়া এলাকায়। বুধবার সকালে আরও একটি পোস্টার দেখা যায় ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে পানের দোকানের দেওয়ালে। পোস্টারগুলির একটিতে লেখা রয়েছে, "জঙ্গলমহলে আবার খুন করবেন মাওবাদীরা। শিরষী গ্রামের বাসুদেব মাহাতো তৃণমূল পার্টি করা যাবে না, পার্টি না ছাড়লে খুন করা হবে। সিপিআই মাওবাদীর বধন সফল করুন।" অন্য একটি পোস্টারে লেখা রয়েছে, "জঙ্গলমহলের চার জেলায় বধন ডাক দিল মাওবাদী পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া ১০ ও ১১ জুন পর্যন্ত দিন সফল করুন যানবাহন চলাচল বন্ধ থাকিবেন, সিপিআই মাওবাদীদের বধন সফল করুন, দোকান দানী সব বন্ধ।"- এমন বানান ভুলে ভরা অসংলগ্ন লেখা যুক্ত পোস্টার দেওয়া হয়েছে ধেড়ুয়া এলাকাতে। স্থানীয়দের কাছে খবর পেয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ সকালেই পোস্টারগুলি উদ্ধার করেছে। জেলা পুলিশ সুপার দিনেশ কুমার বলেন, "এটা মাওবাদীদের নামে ভুয়ো পোস্টার। এই ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।"