তৃণমূলের মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত বেশ কয়েকজন

author-image
New Update
তৃণমূলের মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত বেশ কয়েকজন

হরি ঘোষ, জামুড়িয়া: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর সংঘর্ষে উভয় পক্ষের আহত বেশ কয়েকজন।

তৃণমূল সূত্রের খবর, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আখলপুর ব্রিজ থেকে যাদুডাঙ্গা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ১ নং ব্লক সভাপতি সাধন রায়ের নেতৃত্বে মিছিল ছিল। সেই মিছিল মন্ডলপুর গ্রাম আসতেই বেশ কিছু যুবক মিছিল আটকে দেয়। যার ফলে উভয় পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেই মন্ডলপুর এলাকা। উভয় পক্ষের একাধিক জন আহত হন। সৌরভ মাজি, মিহির আড্য, মধু মাজি সহ আরো অনেকে আসানসোল জেলা হসপিটালে ভর্তি রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। মিছিলে থাকা শেখ সুত্তার মন্ডল জানান পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আখলপুরর ব্রিজ থেকে জাদু ডাঙ্গা যাওয়ার পথে মন্ডপ পুর গ্রামে সৌরভ মাজি, মধু মাজির নেতৃত্বে তাদের মিছিলের উপর হামলা চালানো হয়। তার মাথায় একাধিক সেলাই পড়ে বলে জানান শেখ সুতার মন্ডল। অপরদিকে জামুরিয়া এক নম্বর ছাত্র পরিষদের নেতা পিন্টু কুমার দত্ত জানান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সাধন রায় বিজেপি ও সিপিএমের শতাধিক লোককে নিয়ে মিছিল করছিলেন। তারা সাধন রায়ের কাছে জানতে চান যে তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছেন। গত বিধানসভা ভোটে তারা দলের জন্য লড়াই করেছেন। অথচ এই মিছিলে তাদেরকে কেন জানানো হয়নি?  সাময়িক বচসা হলেও মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এরপর প্রায় শতাধিক বহিরাগত এসে তাদের উপর অতর্কিত লাঠি ও রড নিয়ে হামলা চালায়। এই ঘটনায় একাধিক তৃণমূল সমর্থক আঘাত পান। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।