নিজস্ব সংবাদদাতাঃ করোনার বাড়বাড়ন্তের পরিস্থিতিতে বিমানযাত্রায় ফের কড়া বিধিনিষেধ জারি করল ভারতীয় অসামরিক বিমান পরিবহণ সংস্থা। বিমানযাত্রায় মাস্ক না পরাকে অবাধ্যতা হিসেবেই ধরা হবে এবং তার জন্য যাত্রীকে বিমান থেকে নামিয়েও দেওয়া হতে পারে বলে সাফ জানিয়ে দিল তারা। বিমানযাত্রার আগে যাত্রীদের মুখে মাস্ক রয়েছে কিনা, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে CISF-কে। কোনও যাত্রী মাস্ক না পরতে চাইলে, তাঁকে বিমানে উঠতেই দেওয়া হবে না। মাস্ক না পরে কেউ যদি বিমানে উঠেও পড়েন, উড়ানের আগেই তাঁকে নামিয়ে দেওয়া হবে বিমান থেকে।