নিজস্ব সংবাদদাতাঃ ২০১৪-র প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এবং স্বচ্ছভাবে দ্রুত নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল টেট উত্তীর্ণদের একাংশ। আর সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল হাওড়ায়। উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে অশান্তি তৈরি হয় নবান্ন সংলগ্ন অঞ্চলে। ২০১৪ সালেও পাস করে চাকরি না পাওয়ার অভিযোগ নিয়ে নবান্নর সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। কীভাবে জুটবে খাবার, প্রশ্ন পাস করা পরীক্ষার্থীদের। সেই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। এলাকায় হাওড়া পুলিশের বিশাল বাহিনী জড়ো হয়েছে। এঁদের মধ্যে কারও কারও দাবি, '২০১৪ র পরীক্ষায় ফেল করেও চাকরি পেয়েছে অনেকে। তারা চাকরিও করছে।'