নিজস্ব সংবাদদাতাঃ মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। নূপুর শর্মার বক্তব্যের পরপরই যখন ইসলামিক দেশগুলোতে জোর শোরগোল শুরু হয়, সেই সময় মুখপাত্রকে বহিষ্কার করে বিজেপি। নূপুর শর্মার মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নেদারল্যান্ডের এক সাংসদ। গার্ট উল্ডার্স নামে নেদারল্যান্ডের ওই সাংসদ নূপুর শর্মাকে সমর্থন করেন। এমনকী, নূপুর যা বলেছেন, তার জন্য তাঁর সমালোচনা কেন করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়, ভারতের মানুষ যাতে নূপুরের পাশে দাঁড়ান, সেই আবেদনও জানান তিনি। প্রসঙ্গত, গার্ট উল্ডার্স ইসলাম বিরোধী বলেই নেদারল্যান্ডে পরিচিত। গার্ট বলেন, "যে দেশগুলো নূপুর শর্মার মন্তব্যের বিরোধিতা করছে, সেই সব দেশগুলোতে গণতন্ত্র নেই।" এমনকী, নূপুরের বক্তব্যের বিরোধী দেশগুলোতে মানবতাবোধও নেই বলে কটাক্ষ করেন গার্ট। ফলে ভারত যাতে নূপুর শর্মার বিরোধিতা না করে, সে বিষয়ে সওয়াল করতে দেখা যায় নেদারল্যান্ডের ওই সাংসদকে।