নিজস্ব সংবাদদাতাঃ ইতিহাসে প্রথমবার এবার থেকে ওষুধেই নির্মূল হবে ক্যান্সারের মতো মারণ ব্যাধি। ক্যান্সারের চিকিৎসায় নতুন মোড় বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। মলদ্বারে ক্যান্সার এমন ১৮ জন রোগীর ওপর পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত, দাবি নিউ ইয়র্কের স্লোয়ান কেটেরিং ক্যান্সার সেন্টারের চিকিত্সকদের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সার নিরাময়কারী এই ওষুধের নাম ডস্টারলিম্যাব। ১৮ জন রেক্টাল ক্যান্সারের রোগীকে ৩ সপ্তাহ অন্তর ৬ মাস ধরে এই ওষুধ দেওয়া হয়েছিল। তাঁরা ক্যান্সার-মুক্ত হয়েছেন বলে দাবি চিকিত্সকদের। ভবিষ্যতে বৃহত্তর ট্রায়ালে এই ওষুধ কতটা কার্যকরী হয়, তার দিকেই নজর বিশেষজ্ঞদের।