নিজস্ব সংবাদদাতাঃ দেশের আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করার জন্য বারবার বার্তা দিয়ে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার প্রেসিডেন্টের সেই বার্তায় সাড়া দিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গতকাল গোটা প্রদেশের আগ্নেয়াস্ত্র আইনে বদল আনার জন্য একগুচ্ছ বিলে সই করেছেন ডেমোক্র্যাট নেত্রী ক্যাথি। যার মধ্যে অন্যতম হল সেমি অটোমেটিক রাইফেল কেনার বয়স সীমা বৃদ্ধি। আগে নিউ ইয়র্কের কোনও বাসিন্দার ১৮ বছর বয়স হলেই তিনি ওই ধরনের আগ্নেয়াস্ত্র কিনতে পারতেন। নতুন আইনে সেই বয়সই বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র কেনার জন্য এবার থেকে লাগবে বিশেষ পারমিটও। সেই সঙ্গেই বদল আনা হয়েছে আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইনে। কাল প্রাদেশিক সেনেটে নতুন বিল পাশ হওয়ার পরে ক্যাথি বলেছেন, ‘‘আমি আশা করব এরপরে এই প্রদেশে বন্দুকের হামলায় মৃত্যুর ঘটনা কমবে।’’ নতুন আইন কার্যকর হতে ৩০ থেকে ৯০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন আইনের বিশেষজ্ঞেরা।