নিজস্ব সংবাদদাতাঃ দূর থেকে শক্র পক্ষকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চলছিল। এবার একেবারে মুখোমুখি লড়াইয়ে নামল রাশিয়া আর ইউক্রেনের সেনাবাহিনী। ঘটনাস্থল পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকার সেভেরোডনেৎস্ক শহর, যাকে যুদ্ধের বর্তমান ভরকেন্দ্রও বলা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়ে বলেছেন, ‘‘সেভেরোডনেৎস্কের রাস্তায় দুই বাহিনীর মুখোমুখি লড়াই আরও তীব্রতর হচ্ছে। আমাদের সেনা, আমাদের নায়কেরা অবশ্য হাল ছাড়েননি।’’ সেভেরোডনেৎস্কের মেয়র আলেকজান্ডার স্ট্রুক বলেছেন, ‘‘এখানে ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। কিছুই বলা যাচ্ছে না।’’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজর যে এখন পূর্ব ইউক্রেনের ডনবাসে, সেকথা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। ডনবাসের লুহানস্ক ও ডনেৎস্ক প্রদেশের গুরুত্বপূর্ণ শহরগুলো ইতিমধ্যে তাদের দখলে। সেখানে সমান্তরাল প্রশাসন চালুর চেষ্টা করছে মস্কো। তবে লুহানস্ক প্রদেশের বিখ্যাত শিল্প শহর সেভেরোডনেৎস্কের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে এখনও প্রতিরোধ বজায় রেখেছে ইউক্রেনের বাহিনী।