নিজস্ব সংবাদদাতাঃ এক ধাক্কায় ৪১ শতাংশ বাড়ল ভারতে করোনা সংক্রমণ। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৩ জন, যা আগের দিনের তুলনায় ৪১ শতাংশ বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে মাত্র ৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪৫ জন। দেশে বর্তমানে ২৮ হাজার ৮৫৭ জনের চিকিৎসা চলছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ দ্রুত বেড়েছে। সবচেয়ে বেশি সংক্রমণ বৃদ্ধি হয়েছে মহারাষ্ট্রে। গতকাল সেখানে ১ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৮ ফেব্রুয়ারির থেকে এটাই মহারাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ।