৫ দিনে ৭৫ কিমি রাস্তা তৈরি করে গিনেস বুকে নাম তুলল ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া

author-image
Harmeet
New Update
৫ দিনে ৭৫ কিমি রাস্তা তৈরি করে গিনেস বুকে নাম তুলল ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া

নিজস্ব সংবাদদাতাঃ রাস্তা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। মঙ্গলবার পাঁচ দিনেরও কম সময়ে ৫৩ নম্বর জাতীয় সড়কে একটি একক লেনে টানা ৭৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে তারা। মহারাষ্ট্রের অমরাবতী এবং আকোলার মধ্যে হওয়া রাস্তাটির কাজ ১০৫ ঘন্টা ৩৩ মিনিটের রেকর্ড সময়ে শেষ করা হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তাঁর টুইটার হ্যান্ডেলে গিনেস রেকর্ডসের তথ্যটি শেয়ার করেছেন। তিনি হাইওয়ের একটি ছবি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেটও পোস্ট করেছেন। জানা গিয়েছে, বেসরকারি ঠিকাদার রাজপুত ইনফ্রাকন রাস্তাটি নির্মাণ করেছে। শনিবার সকাল ৬টায় অমরাবতী-আকোলা জাতীয় সড়কের নির্মাণ কাজ শুরু হয় এবং মঙ্গলবার শেষ হয়। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮০০ কর্মচারী এবং ৭০০ শ্রমিক রাস্তা নির্মাণে জড়িত ছিলেন। এর আগেও রাজপুত ইনফ্রাকন ২৪ ঘন্টায় সাংলি এবং সাতারার মধ্যে একটি রাস্তা তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিল। এর আগে রাস্তা তৈরিতে এই বিশ্ব রেকর্ডের অধিকারী ছিল কাতার ৷ ২৪২ ঘণ্টায় ২৫ কিমি রাস্তা নির্মাণ করে এই রেকর্ড গড়েছিল তারা।