নিজস্ব সংবাদদাতাঃ ভবানীপুরকাণ্ডে খোয়া যাওয়া একটি মোবাইল উদ্ধার করল পুলিশ। ঘটনার পর থেকে দম্পতির দুটি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে তারই একটি উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, মোবাইলটি অশোক শাহের। পুলিশ সূত্রে খবর, ধর্মতলা চত্বরে একটি ম্যানহোলের পাশ থেকে উদ্ধার হয় ফোনটি৷ উদ্ধার হওয়া ফোনের কল ডেটা, রেকর্ডার খতিয়ে দেখা হচ্ছে। নজর রয়েছে কল লিস্টের ওপরেও। ঘটনার আগে ও পরে ওই ফোনে কোন কোন নম্বর থেকে ফোন এসেছিল ও গিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফোনের মাধ্যমেই কোনও একটি ‘ক্লু’ হাতে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় খুনের ‘মোটিভ’ স্পষ্ট নয়। মঙ্গলবারই অশোক শাহের পরিবারের একাধিক সদস্যদের সঙ্গে দফায় দফায় কথা বলেন তদন্তকারীরা। পরিবারের কাছে থেকে অশোক শাহের ঘনিষ্ঠ বন্ধুদের তালিকা তৈরি করে তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি তথ্য। দুপুর ১ টা নাগাদ ছোট মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল দম্পতির। দুপুর আড়াইটের পর থেকেই আর ফোনে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১টা থেকে আড়াইটের মধ্যেই খুনের ঘটনা ঘটে বলেই প্রথমিক ভাবে অনুমান তদন্তকারীদের। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, দম্পতির ঘর থেকে যে দুটো ফোন মিসিং ছিল তার মধ্যে এক ফোন দুপুর পর্যন্ত খোলা ছিল, সেটি রিং হচ্ছিল। ওই ফোনের শেষ টাওয়ার লোকেশন গ্রেট ইস্টার্ন।