নিজস্ব সংবাদদাতাঃ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব পালামুর বিশেষ সাংসদ, এমএলএ আদালত থেকে বেরিয়ে গেলেন। ২০০৯ সালে একটি আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মামলায় তিনি আদালতে হাজির হয়েছিলেন। লালুপ্রসাদ যাদবের আইনজীবী অ্যাডভোকেট ধীরেন্দ্র কুমার সিং বলেন, "বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের আবেদনের শুনানি শেষে আদালত তাঁকে ৬০০০ টাকা জরিমানা করেছে। মামলাটি নিষ্পত্তি করা হয়েছে এবং তিনি এখন অভিযোগ থেকে মুক্ত। তাঁর আর এখানে আসার দরকার নেই।"