নিজস্ব সংবাদদাতাঃ ফের রাজধানীতে অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল স্বরাষ্ট্রমন্ত্রকে। মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে নর্থ ব্লকে। স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে হঠাৎ আগুন লাগে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাত ১২টার পরে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই নজরে আসে আগুনের ফুলকি। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীতে খবর দেয় নর্থ ব্লকের নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুনের খবর পেয়ে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, রাত ১২ টা ১৮ মিনিট নাগাদ নর্থ ব্লকে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে দমকলের সাতটি ইঞ্জিন পাঠানো হয় আগুন নেভানোর জন্য। জানা গিয়েছে, নর্থ ব্লকের স্বরাষ্ট্রমন্ত্রকের ৮২এ ও বি রুমে আগুন লাগে রাত ১২টা নাগাদ। ওই রুমে টেলিফোন এক্সচেঞ্জের যাবতীয় নথি সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ চলত। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে আগুন আরও ছড়িয়ে পড়লে বড় বিপদ ঘটতে পারত। তবে একাধিক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে বলেই অনুমান। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দমকল বাহিনীকে।