ঝাড়গ্রামে হাতি নিয়ে নাজেহাল বন দফতর, আতঙ্কিত গ্রামবাসীরা গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামে হাতি নিয়ে নাজেহাল বন দফতর, আতঙ্কিত গ্রামবাসীরা গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ হাতি নিয়ে নাজেহাল অবস্থায় রয়েছে ঝাড়গ্রাম  বন বিভাগের আধিকারিক ও কর্মীরা। হাতির দলের হামলার আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। দিনে ও রাতে হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন। যেকোনো সময় হাতির দল হামলা চালাতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা। কখনও বাড়ির উঠোনে ঢুকে পড়েছে হাতির দল। কখনও দরজা-জানলা ভেঙে বাড়ির ভেতর থেকে ধান ও চাল বের করে খাচ্ছে। আবার কখনও মনের আনন্দে ঝিলে গিয়ে জলকেলি করছে হাতির দল। আবার কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ধানের বস্তা বের করে খাচ্ছে হাতির দল। এই ভাবেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় বেপরোয়া ভাবে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই ঝাড়গ্রাম ব্লকের গিরা, পাচামি, পুকুরিয়া এলাকায় বেপরোয়া তাণ্ডব চালায় হাতির দল। প্রায় ৭৫ থেকে ৮০ টি হাতি রয়েছে ওই দলে। এছাড়াও দলছুট কয়েকটি হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে। কিভাবে হাতির হামলার হাত থেকে নিজেরা রক্ষা পাবেন সেই বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন ওই গ্রামগুলির বাসিন্দারা। সোমবার থেকে কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা। হাটেবাজারে গ্রামবাসীরা যেতে পারছেন না। গ্রামবাসীদের হাতির হামলার আতঙ্ক কাবু করেছে। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের আধিকারিক ও কর্মীরা এবং হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলা পার্টির সদস্যরা ও বংশ রক্ষা কমিটির সদস্যরা। বন দফতর চেষ্টা করছে ওই হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ তারা। হাতির দল ওই এলাকায় রীতিমতো ২৪ ঘণ্টা ধরে দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমানে ঝাড়গ্রামে প্রায় ৮০ টি হাতির দল তাণ্ডব শুরু করেছে। অন্যদিকে ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া  থেকে কয়েক কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বড়শোল এলাকার লোকালয়ে ঢুকে পড়েছে ১০ টি দাঁতাল হাতি। সেই হাতির দলটিকে মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে সরাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হুলা পার্টির সদস্যরা। বন দফতরের পক্ষ থেকে ওই গ্রামের গ্রামবাসীদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বাড়ির বাইরে কাউকে বের হতে নিষেধ করা হয়েছে। হাতির দল  যাতে তাণ্ডব চালাতে না পারে তার জন্য বন দফতরের  পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু যেভাবে মঙ্গলবার রাত ৮ টা নাগাদ হাতির দল লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে, তারফলে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বনদফতরের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। জঙ্গলের রাস্তা দিয়ে রাতে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। হাতিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। হাতির যাত্রা পথে বাধা দিতে নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও যেভাবে হাতির দল তাণ্ডব শুরু করেছে তার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল ঘেরা গ্রামগুলির বাসিন্দারা।