কেতুগ্রামে স্বামীর নৃশংসতার শিকার হওয়া নার্সিং স্টাফের সঙ্গে দেখা করলেন লীনা গঙ্গোপাধ্যায়

author-image
Harmeet
New Update
কেতুগ্রামে স্বামীর নৃশংসতার শিকার হওয়া নার্সিং স্টাফের সঙ্গে দেখা করলেন লীনা গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর নৃশংসতার শিকার হওয়া কেতুগ্রামের নার্সিং স্টাফের সঙ্গে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে দেখা করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সহ ৪ জনের প্রতিনিধিদল। ওই নার্সিং স্টাফ যাতে সরকারি চাকরি পায় সেদিকেও তৎপর রাজ্য প্রশাসন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন। শনিবার স্বামী শের মহম্মদের নৃশংসতার ফলে নার্সিং স্টাফ স্ত্রী রেনু খাতুনের কাটা গিয়েছে ডান হাতের কব্জি। বর্তমানে সে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার ইচ্ছে সে সরকারি প্রতিষ্ঠানে নার্সিংয়ের চাকরি করবে। স্বামীর নৃশংসতার ফলে শনিবার কাটা গিয়েছে তার ডান হাতের কব্জি। মঙ্গলবার বিকালে রেনুর সাথে ওই বেসরকারি হাসপাতালে দেখা করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সহ ৪ জনের প্রতিনিধি দল। তিনি জানান, এই বিষয়ে সমস্ত রকম ভাবে তৎপর রয়েছে রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য দফতর। তিনি আরও জানান, ওই নার্সিং স্টাফের সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যাবস্থা নেবে প্রশাসন। তিনি ওই নার্সিং স্টাফের সঙ্গে কথা বলেন এবং তার রিপোর্ট সমাজকল্যাণ দফতরে জমা দেওয়া হবে বলে জানান।