দীঘায় একটি বেসরকারি হোটেলে আগুনের জেরে আতঙ্ক

author-image
Harmeet
New Update
দীঘায় একটি বেসরকারি হোটেলে আগুনের জেরে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি -পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘায় একটি বেসরকারি হোটেলে আগুনের জেরে আতঙ্ক ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায়৷ হোটেলের ৩য় তলের একটি রুম থেকে আগুনের ফুলকি দেখে হোটেলে থাকা পর্যটকেরা চিৎকার জুড়ে দেন। ঘটনার খবর পেয়ে রামনগর দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান এসি থেকে আগুনের সূত্রপাত৷ তাছাড়াও সেই হোটেল প্রায় প্রত্যেকটি রুমে পর্যটক ছিলেন। কোনো হতাহতের খবর নেই।এদিকে মে মাসের শেষেই আগুন লেগেছিল দিঘা মোহনার মাছের গোডাউন-সহ আশপাশের একাধিক স্টলে। দীর্ঘদিন ধরে মাছের থার্মোকলের বাক্স এবং নানা জিনিস পত্র দিয়ে পুকুর ভরাটের চেষ্টা চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, মজুত থাকা থার্মোকলেই প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন ও আশপাশের একাধিক দোকানে। জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তিই নাকি থার্মোকলে আগুন লাগায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। প্রথমে স্থানীয় মানুষজন এবং পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেও নিউ দিঘার একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।