মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অর্থ, সোনা উদ্ধার করল ED

author-image
Harmeet
New Update
মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অর্থ, সোনা উদ্ধার করল ED

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি আর্থিক তছরুপের মামলায় দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার এই ইস্যুতেই আরও এক বিস্ফোরক তথ্য দিল ইডি। দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন ও তাঁর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২.৮৫ কোটি টাকা নগদ, ১৩৩টি সোনার কয়েন বাজেয়াপ্ত করা হয়েছে। ​ অঙ্কুশ জৈন, বৈভব জৈন, নবীন জৈন এবং সিদ্ধার্থ জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক), জিএস মাথারু, যোগেশ কুমার জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক) এর বাড়িতে ইডি অভিযান চালিয়েছিল। তল্লাশির সময় বিভিন্ন অপরাধমূলক নথি ও ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করা হয়। পিএমএলএ-র অধীনে নগদ ২.৮২ কোটি টাকা এবং ১.৮০ কেজি ওজনের ১৩৩ টি সোনার কয়েন বাজেয়াপ্ত করা হয়েছে।