UPSC পরীক্ষায় পাশ না করতে পেরে আত্মঘাতী পরিক্ষার্থী

author-image
Harmeet
New Update
UPSC পরীক্ষায় পাশ না করতে পেরে আত্মঘাতী পরিক্ষার্থী


নিজস্ব সংবাদদাতাঃ
ইউপিএসসি পরীক্ষায় পাশ না করতে পেরে আত্মঘাতী হলেন এক পরিক্ষার্থী। জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুরে ২৮ বছর বয়সী সিভিল সার্ভিস প্রার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তারা জানায়, নাগপুরের জারিপটকা এলাকার বাসিন্দা ব্লেসন পুদ্দু চাকো রবিবার তার বাড়িতে একা থাকার সময় বিছানার চাদর ব্যবহার করে সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। B.Tech শেষ করার পরে, চাকো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) দ্বারা পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু, তিনি তিনবার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন এবং হতাশার কারণেই এহেন কাণ্ড করেছেন তিনি বলে খবর।