নূপুর শর্মাকে তলব করলো মুম্বরা পুলিশ

author-image
Harmeet
New Update
নূপুর শর্মাকে তলব করলো মুম্বরা পুলিশ


নিজস্ব সংবাদদাতা : বরখাস্ত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করলো মুম্বরা পুলিশ। আগামী ২২ জুন নবী মোহাম্মদের বিরুদ্ধে কথিত মন্তব্যের জন্য তার বক্তব্য রেকর্ড করার জন্য একটি সমন পাঠানো হয়েছে বলে খবর। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ২৯৫ এ(ধর্মীয় অনুভূতিতে আঘাত করা), ১৫৩ এ (শত্রুতা প্রচার করা) এবং ৫০৫ বি- এর অধীনে নুপুর শর্মার বিরুদ্ধে ২৯ মে মুম্বাইয়ের পাইধোনি থানায় একটি এফআইআর দায়ের করা হয়।