নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি। বাংলা ভাগ করতে চাওয়া নিয়ে বলেন, 'ভোট এলেই বিজেপি ভাগাভাগির কথা বলে। রক্ত দিতে রাজি আছি। কিন্তু বাংলা ভাগ করতে দেব না।' কিছু নেতা তাকে হমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন। বলেন, 'উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে কিছু নেতা, বন্দুক ভোঁতা করে দেব।' সেই সঙ্গে রেলের উচ্ছেদ রোখার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আলিপুর-কোচবিহারে বিজেপি জেতার পর রেল উচ্ছেদ করছে। উদ্বাস্তু কলোনির লোকেদের উচ্ছেদ করা হবে না। রেল উচ্ছেদ করতে এলে কোমর বেঁধে রুখে দাঁড়ান।'