জলের লাইন মেরামতির সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু অস্থায়ী পৌর কর্মীর

author-image
New Update
জলের লাইন মেরামতির সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু অস্থায়ী পৌর কর্মীর

হরি ঘোষ, রানীগঞ্জ: রানীগঞ্জের তরবাংলা জল ট্যাংকি এলাকায় জলের পাইপ লাইন মেরামতের সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো অস্থায়ী পৌর কর্মীর। মৃত অস্থায়ী পৌর কর্মীর নাম বাবলা বাউরী, বয়স ৩৫। আহত আরো দুজন তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আরেকজন কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। মৃত বাবলা বাউরী রানীগঞ্জের সাহেব কুঠি এলাকার বাসিন্দা ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন পৌর প্রশাসক পূর্ণশশী রায়। তিনি জানান, বিপদজনক অবস্থায় ছিল দেওয়ালটি। সেখানে পৌরসভার জল বিভাগের তিনজন অস্থায়ী কর্মী জল ট্যাঙ্কের  নিচে পাইপ লাইনের মেরামতের কাজ করছিল। হঠাৎ করে দেওয়ালটি পড়ে গিয়ে ৩ জন কর্মী চাপা পড়ে যায়। তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও ঘটনাস্থলে এক কর্মীর মৃত্যু হয়। কেন বিপদজনক অবস্থায় ওই দেওয়ালটি ছিল তা তদন্ত করে দোষী ব্যক্তির আইনত শাস্তি জন্য পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রানীগঞ্জ বোরোর প্রশাসক পূর্ণশশী রায়।