নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া থেকে দ্বিগুণ তেল আমদানি করতে চলেছে ভারত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে বেশ কিছু দেশ রুশ জ্বালানি তেল আমদানি বন্ধ রেখেছে।এর ফলে উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগাতেই ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো আমদানি দ্বিগুণ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। অতিরিক্ত অপরিশোধিত খনিজ তেল আমদানি করতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, দেশের সংস্থাগুলো ছ’মাস মেয়াদের চুক্তি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যেমন তেলবাহী কন্টেনার সংগ্রহ, বিমা সংক্রান্ত নানা খুঁটিনাটির প্রস্তুতি করছে। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা বা রিলায়্যান্সের মতো বেসরকারি সংস্থাগুলো সরাসরি রুশ সংস্থা রসনেফ্টের সঙ্গে আমদানির ব্যাপারে সরাসরি চুক্তি করতে পারে বলে খবর।