নিজস্ব প্রতিনিধি: এবার হাওড়ার জগাছায় সিবিআই অফিসার সেজে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ শুভদীপ বন্দ্যোপাধ্যায় নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, সিবিআই অফিসার পরিচয়ে নকল পরিচয়পত্র বানিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে অনলাইন ইন্টারভিউ নিতেন শুভদীপ। এরপর ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হতো বলে অভিযোগ। বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে দাবি অভিযুক্তের।