এবার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, শত্রুর বুকে ভয় ধরিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত

author-image
Harmeet
New Update
এবার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, শত্রুর বুকে ভয় ধরিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুকুটে এবার নতুন পালক। শত্রুর বুকে ভয় ধরিয়ে সোমবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪ ব্যালেস্টিক মিশাইলের সফল উৎক্ষেপণ করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এদিন ওড়িশার আবদুল কালাম দ্বীপে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ক্ষেপণাস্ত্রটির। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আজকের সফল উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের নয়া প্রযুক্তি যাচাই করা গিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, অগ্নি ৪ ব্যালেস্টিক মিশাইল ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভূল ভাবে আঘাত হানতে পারে। মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, “এই সফল পরীক্ষা দেশ প্রতিরক্ষায় উপযুক্ত ন্যূনতম সাহায্য করবে। ওড়িশার আবদুল কালাম দ্বীপে এদিন ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ হয়।” একইসঙ্গে জানানো হয়েছে, অগ্নি চারের উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল প্যারামিটার তথা প্রযুক্তির নির্ভরযোগ্যতাকে সফল ভাবে যাচাই করেছে।