Breaking : দাবানলের গ্রাসে জেরুজালেম, আগুন ছড়াচ্ছে শহরের দিকে
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Breaking : মেছুয়া বাজারের 'ঋতুরাজ' হোটেলের মালিক ও ম্যানেজার গ্রেফতার
Breaking : পশ্চিম দিল্লির গাড়ির ধাক্কা থেকে বিবাদ, খালে মিলল ব্যক্তির গলা কাটা দেহ
১লা থেকে নতুন নিয়ম: ATM ফি, রেল টিকিট, এলপিজি দাম ও আরও বিভিন্ন ক্ষেত্রে বিরাট পরিবর্তন"
“নেতৃত্ব নয়, ব্যর্থতা”— ১০০ দিনের মাথায় ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন কমলা হ্যারিস
অটারি থেকে পাকিস্তানে ফিরে যেতে চান ভারতীয় মহিলা, সরকারের কাছে আবেদন
ট্রাম্প : 'অল্প সময় দিন', মার্কিন অর্থনীতির সঙ্কোচন নিয়ে আলোচনা
পহেলগাঁও হামলা নিয়ে মার্কিন সিনেটরের সঙ্গে আলোচনা করলেন পররাষ্ট্র মন্ত্রী ড. জয়শঙ্কর

ভবানীপুরে জোড়া খুন! উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ

author-image
Harmeet
New Update
ভবানীপুরে জোড়া খুন! উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ

নিজস্ব সংবাদদাতাঃ খাস কলকাতায় উদ্ধার হল জোড়া দেহ। ভবানীপুরে হরিশ মুখার্জি রোড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক দম্পতির রক্তাক্ত দেহ। সূত্রের খবর, ঘরের দু’ প্রান্তে দু’টি দেহ পড়েছিল। সোমবার ভরসন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। জানা গিয়েছে, নিহতদের নাম অশোক শাহ, রেশমি শাহ। পুলিশ সূত্রে খবর, স্বামীর বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রীর শরীরে ধারাল অস্ত্রের কোপ। হাড়হিম করা হত্যাকাণ্ড বলছেন এলাকার লোকজন। ইতিমধ্যেই স্নিফার ডগ পৌঁছেছে ঘটনাস্থলে। কলকাতা পুলিশ সূত্রে পাওয়া খবর, পেশায় ব্যবসায়ী অশোক শাহ। গুজরাটি পরিবার, অশোকবাবুর শেয়ার মার্কেটের ব্যবসা বলেই জানা গিয়েছে। তাঁদের তিন মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা জানতে পেরে ইতিমধ্যেই ঘটনাস্থলের পথে রওনা দিয়েছেন। ছোট মেয়ে খেলার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে মা, বাবার এই অবস্থা দেখেন। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। অত্যন্ত ‘হাইভোল্টেজ’ এই এলাকা। অদূরেই মুখ্যমন্ত্রীর বাড়ি। এমন এলাকায় এই ঘটনা নিঃসন্দেহে হইচই ফেলে দিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার লোকজনের সঙ্গেও কথা বলেন। পৌঁছান এলাকার কাউন্সিলরও। ফিরহাদ হাকিম বলেন, “ক্রিমিনাল ক্রাইম করে বেরিয়ে যেতে পারবে না। কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই। গ্রেফতার হবেই।”