নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুর বাজার এলাকায় মহামিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিল শেষে পথসভায় বেফাঁস মন্তব্য করলেন সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক মোহাম্মদ রফিক। তিনি বলেন, "কেশপুরে কিছু ঘেউ ঘেউ পার্টি আছে, কেশপুর থানার পুলিশ ও আনন্দপুর থানার পুলিশকে বলব আধঘন্টা আপনারা থানায় থাকুন না, একটু এসি এবং ফ্যানের বাতাস খান না, আমাদের একটু সময় দেন না খেলতে, কেমন খেলা হবে কেশপুরের মাটিতে। সেই খেলা দেখাতে আমাদের আধঘণ্টার বেশি সময় লাগবে না।" ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি শাহা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিস হুদাইত, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম আনন্দ সহ অন্যান্য ব্লকের নেতাকর্মীরা। আর তার এই বক্তব্যে নিন্দার ঝড় উঠেছে জেলার সর্বত্র। ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে দিয়েছে।