নিজস্ব সংবাদদাতাঃ এক দুমাস পরেই হয়তো ভারতে হানা দেবে করোনার তৃতীয় ঢেউ। এদিকে বিভিন্ন জায়গায় ফের পর্যটকদের আগমন চোখে পড়ার মতো। বাড়ছে ভিড়। অনেকের মধ্যেই সচেতনতার অভাব দেখা দিয়েছে। এরই মাঝে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস-এর পরিচালক ডাঃ এসকে সারিন। তিনি বলেছেন, 'দ্বিতীয় তরঙ্গ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি। যদি সারা দেশ থেকে আসা কোনও পর্যটক কোনও হিল স্টেশনে পৌঁছান তবে তিনি ভাইরাস নিয়ে আসবেন এবং ভিড়ে মিশে যাওয়ার কারণে এটি একটি সুপার স্প্রেডার হবে। এটি মারাত্মক হতে পারে।'