পাগল কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীর, জখম ৫

author-image
Harmeet
New Update
পাগল কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীর, জখম ৫

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা : বেশ কিছুদিন ধরে পাগল কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার মানুষজন। আতঙ্কের জেরে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি পাগল কুকুর। আচমকাই কুকুরটি কামড়ে ধরছে এলাকার মানুষদের, কুকুরের কামড় থেকে বাদ যায়নি শিশু বৃদ্ধ মহিলা কেউই। এখনো পর্যন্ত কুকুরের কামড়ে জখমের সংখ্যা ৫ জন। তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। এমনকি কুকুরের কামড়ে জখম গবাদি পশুও। ফলে আতঙ্ক বাড়ছে চন্দ্রকোনার কদমতলা এলাকার মানুষের মধ্যে। কুকুরের ভয়ে বাড়ি থেকে বেরনোর জন্য ভাবতে হচ্ছে একাধিকবার। এলাকার লোকজন বহু চেষ্টা করেও কোনো রকমেই ধরতে পারেনি পাগল কুকুরটিকে। স্থানীয়দের অভিযোগ বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।কার্যত আতঙ্কের পরিবেশ চন্দ্রকোনার কদমতলা জুড়ে।