নিজস্ব সংবাদদাতা : বেসরকারি স্কুলগুলিতে চলবে শিক্ষা কমিশনের নজরদারি। শিক্ষা কমিশন নিয়ে নবান্নের সবুজ সংকত মেলার পর তেমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। জানা যাচ্ছে, শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ফি বৃদ্ধি-সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে কমিশনে। স্কুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন। তবে, শিক্ষা কমিশন এখনও পরিকল্পনা স্তরে রয়েছে বলেই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।