নিজস্ব সংবাদদাতা : স্বাস্থ্য-কৃষি বিশ্ববিদ্যালয়েরও আচার্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণী-মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে প্রস্তাব পাস হয়েছে। রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যও মুখ্যমন্ত্রী।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী। আসন্ন বিধানসভার অধিবেশনে আনা হবে বিল। প্রসঙ্গত, ১০ জুন শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন,"৯ তারিখ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার। সল্টলেক সিলিকন ভ্যালিতে আসছে আদানি গোষ্ঠী। প্রচুর কর্মসংস্থান হবে’।