নিজস্ব সংবাদদাতা : রাজ্যপাল-রাজ্য সংঘাত লেগেই রয়েছে। বাংলার বাইরে গিয়ে বাংলার সমালোচনা করার জন্য এবার জগদীপ ধনকড়ের ওপর বেজায় চটেছে তৃণমূল। রাজস্থানের উদয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে গিয়ে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে বলেন,'বাংলায় শাসন ব্যবস্থা চিন্তার বিষয়। বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন নেই। ভোটের পর যে হিংসা হয়েছে। প্রজাতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার পরিণাম মৃত্যু দেখেছি।' আর রাজ্যপালের এহেন মন্তব্যে সমালোচনা শুরু করেছে শাসকদলের প্রতিনিধিরা। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'এটা অত্যন্ত নিন্দাজনক। ঘুরে ঘুরে বাংলার কুৎসা করছেন উনি। বিজেপি হেরেছে বলে ওনার রাগ। কেন্দ্রের নির্বাচন কমিশন বলে দিল ফলস ভোট হয়নি। আর উনি এসব বলে বেরাচ্ছেন।বাংলাকে অপমান করতে শুরু করেছেন। রাজ্যপালের পদের সম্মান ধুলোয় লুটিয়ে, রাজ্যপালের পদের রক্ষাকবচ নিয়ে উনি বাংলার অসম্মান করছেন। উনি বাংলার অন্তরাত্মাকে আঘাত করছেন।'