হরি ঘোষ, দুর্গাপুর : বীরভূমের 'সুপারম্যান' অনুব্রত মণ্ডলকে ফোন করায় সোমবার দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাক পড়লো বীরভূমের নাগরিক কল্যাণ সমিতির সম্পাদকের। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল সরকার জানান, 'আর ফোন করবো না সুপারম্যানকে। দরকার হলে উনিই ফোন করবেন।' বিভিন্ন সামাজিক কাজে অনুব্রত মণ্ডলকে ফোন করতেন বীরভূম নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক সুশীল সরকার। ভোট-পরবর্তী হিংসায় নাম জড়ানোয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে এবং পরে যাদের ফোন করা হয়েছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে তাদের সকলকে তলব করছে সিবিআই। সেই সময় সমাজসেবামূলক কাজে ফোন করেছিলেন বীরভূমের নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক সুশীল সরকার। সেই সময়কার ফোন লিস্টে নাম থাকায় তাকে ডাকা হয়েছে বলে জানান। তিনি বলেন, রাজনৈতিক হিংসা নিয়ে তিনি বীরভূম জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন।