নিজস্ব প্রতিনিধি -পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের বাড় ঝিকুরিয়া গ্রামে। তৃণমূল নেতা দেবব্রত ব্যানার্জি ওরফে দেবুর বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে নিজ এলাকার মানুষ জনের কাছ থেকে বাড়ি পাইয়ে দেওয়া ও সিভিক পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ এসেছে।স্থানীয় বাসিন্দা সরস্বতী সিং এর বক্তব্য বাড়ি তো পাইয়ে দেননি টাকাও ফেরত দেননি।
একই অভিযোগ অশ্বিনী জানা নামের এক ব্যাক্তির।এছাড়াও সিভিকের চাকরি ও ডেবরা টোলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও টাকা তোলার অভিযোগ রয়েছে দেবু ব্যানার্জির নামে।এই বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতার কাছে অভিযোগ জানিয়েছে এলাকার বেশ কয়েকজন।এই ব্যাপারে ৩ নং সত্যপুর অঞ্চলের সভাপতি চন্দন বেরা জানান বিষয়টি আমার নজরে এসেছে।অনেক দরখাস্ত ও অভিযোগ এসেছে আমার কাছে।দেবুকে নিয়ে বসবে অঞ্চল কমিটি। এরপর অভিযোগ প্রমাণিত হলে প্রথমে গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে।যদি টাকা না দেয় আইন আইনের পথে চলবে।আমরা আইনের দ্বারস্থ হব।অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই দেবু ব্যানার্জির দাবি এটা আমার উপর চক্রান্ত করা হচ্ছে। যারা করছে তারা সিপিএমের বাড়ির ছেলে। বর্তমানে তৃণমূলে এসে তৃণমূলের সক্রিয় কর্মীদেরকে বদনাম করার চেষ্টা করছে।যদি প্রমাণ করে দিতে পারে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত তাহলে আমি তৃণমূলটা ছেড়ে দেবো।