নিজস্ব সংবাদদাতা : উত্তরকাশীতে মর্মান্তিক দুর্ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০,০০০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। বাস চালক সহ জখমদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণাও করেছেন তিনি। জখম ৪ জনের মধ্যে তিনজনই মধ্যপ্রদেশের বাসিন্দা। শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, 'দুর্ঘটনার পর রবিবার রাতেই সমস্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং তাদের পোস্টমর্টেমও করা হয়েছে। মৃতদেহ সোমবার সকালে দেরাদুনে পৌঁছাবে। তারপর খাজুরাহোতে পাঠানো হবে। এদিন তাদের দাহকার্য সম্পন্ন করার চেষ্টা করব।'