ধোঁয়া ও কান্নায় বিভাষিকা চট্টগ্রামের সীতাকুণ্ডে, বিধ্বংসী আগুনে মৃত বেড়ে ৪৯

author-image
Harmeet
New Update
ধোঁয়া ও কান্নায় বিভাষিকা চট্টগ্রামের সীতাকুণ্ডে, বিধ্বংসী আগুনে মৃত বেড়ে ৪৯

নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কন্টেনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ দগ্ধ ও আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসায়নিকের কারণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকে৷ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মোট ৪৯ জনের মরদেহ মর্গে এসেছে৷ তাঁদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার৷ আহত ও দগ্ধদের মধ্যে অন্তত ১১ জন পুলিশও রয়েছেন৷ তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে৷ মেডিকেলের পাশাপাশি নগরীর বিভিন্ন বেসকারি হাসপাতালেও রোগীদের নেওয়া হয়েছে।