নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রবিবার কিয়েভের দক্ষিণে ওবুখিভ এলাকায় নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। কিয়েভের সামরিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদবাহী একটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরের কাছে বিমানটি ভূপাতিত করা হয়। ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেখানে বিদেশি প্রশিক্ষকরা কাজ করতেন। আরেক হামলায় ওডেসা অঞ্চলে ‘বিদেশি ভাড়াটে’ বাহিনীর একটি আউটপোস্ট গুঁড়িয়ে দেওয়ারও দাবি করে রাশিয়া।