নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ নিয়ে শনিবার ফোনে কথা হয় তাদের। ন্যাটো মহাসচিব জানিয়েছেন, এরদোয়ানের সঙ্গে তার ‘গঠনমূলক ফোনালাপ’ হয়েছে। এর আগে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান ইস্যুতে দেশ দু’টির সঙ্গে তুরস্কের আলোচনা নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, "এই আলোচনা প্রত্যাশা অনুযায়ী হয়নি। আর সন্ত্রাস সমর্থক কোনও দেশের ন্যাটোতে যোগদানের বিষয়ে সম্মতি দিতে পারে না।" পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের বিষয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছে তুরস্ক। এর ফলে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর জোটটির ঐতিহাসিক সম্প্রসারণ থমকে আছে। এরদোয়ানের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, তুরস্ক এই পদক্ষেপের বিরোধিতা অব্যাহত রেখেছে। এর মধ্যেই শনিবার বিষয়টি নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন ন্যাটো প্রধান।