কৃত্রিম বাঁধে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু সাত নাবালিকার

author-image
Harmeet
New Update
কৃত্রিম বাঁধে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু সাত নাবালিকার

নিজস্ব সংবাদদাতাঃ  মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ু। সাতজন নাবালিকা একসঙ্গে ডুবে মারা গিয়েছে। একটি কৃত্রিম বাঁধের মধ্যে ডুবে মৃত্যু হয়েছে ওই সাত নাবালিকার। গাডিলাম নদীর উপরে তৈরি করা হয়েছিল এই বাঁধ। স্থানীয়দের উদ্যোগে ওই সাত নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি তাদের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর পৌনে একটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নান করতেই ওই বাঁধের কাছে জড়ো হয়েছিল ওই সাত নাবালিকা। তারপরে স্নান করতে নেমেছিল তারা। সাঁতার কাটার আনন্দে বাঁধের ধার থেকে ক্রমশ গভীরের দিকে যেতে শুরু করে ওই সাতজন। বাঁধের মাঝমাঝি জায়গায় গিয়েই আর টাল সামলাতে পারেনি তারা। একে একে সকলেই ডুবে যায়। মৃত্যু হয় প্রত্যেকেরই। পুলিশ জানিয়েছে, মৃতাদের বয়স দশ থেকে আঠেরো বছর। দু’টি আলাদা গ্রামের বাসিন্দা ছিল এই সাত নাবালিকা। মৃতদের মধ্যে রয়েছে দুই বোনও। তারা আয়ানকুরিনজিপাড়ি গ্রামের বাসিন্দা। বাকি পাঁচ জন অন্য একটি গ্রামের বাসিন্দা।