ক্যাসপারকে উড়িয়ে ফরাসি ওপেনের খেতাব পুনরুদ্ধার নাদালের

author-image
Harmeet
New Update
ক্যাসপারকে উড়িয়ে ফরাসি ওপেনের খেতাব পুনরুদ্ধার নাদালের

নিজস্ব সংবাদদাতাঃ কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচের বাধা টপকাতেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। রাফায়েল নাদাল যে ১৪ বারের জন্য ফরাসি ওপেনের খেতাব হাতে তুলতে চলেছেন, ইঙ্গিত মিলছিল তখন থেকেই। তবু সেমিফাইনালে জেরেভের মুখে পড়তে হওয়ায় সংশয় একটা ছিল। তবে জেরেভকে টপকে ফাইনালে ওঠার পরে টেনিসপ্রেমীরা একপ্রকার নিশ্চিত হয়ে যান যে, ফের রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হচ্ছেন নাদাল। অনুরাগীদের হতাশ করলেন না রাফা। ফাইনালে ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কেরিয়ারের ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা। ফরাসি ওপেনের খেতাবি লড়াইয়ে নাদাল ৬-৩, ৬-৩, ৬-০ সেটে বিধ্বস্ত করেন নরওয়ের ২৩ বছর বয়সী টেনিস তারকাকে, যিনি এই প্রথম কোনও মেজর ইভেন্টের ফাইনালে উঠেছিলেন। লড়াই চলে ২ ঘণ্টা ১৮ মিনিট। চলতি মরশুমে এটি নাদালের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়। ​