হরি ঘোষ, দুর্গাপুর : ভোট পরবর্তী হিংসা মামলায় দুর্গাপুর অস্থায়ী সিবিআই অফিসে হাজিরা দিতে এলেন বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতা কর্মী। ডাকা হলো এক ব্যাবসায়ীকেও। চক্রান্ত করে তৃণমূলকে হেনস্থা করতে এই ডাক তোপ তৃণমূল নেতাদের। পাল্টা তোপ বিজেপির।দুর্গাপুর এদিন অস্থায়ী সিবিআই দফতরে হাজিরা দেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লকের গুসকরা অঞ্চলের দুই নম্বর অঞ্চল সভাপতি তাপস চ্যাটার্জি। বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই তাপস চ্যাটার্জি। চলতি মাসের দু তারিখ নোটিশ পাঠানো হয় এই তৃণমূল নেতাকে। সেই প্রেক্ষিতে রবিবার সকাল দশটায় দুর্গাপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে আসেন তৃণমূল নেতা তাপস চ্যাটার্জি। রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের ব্যাবসায়ী মনোজ সিংহ রায় সহ জামালপুরের এক ব্যাক্তিকেও এইদিন ডেকে পাঠানো হয়, নাম দিলীপ ঘোষাল, সেই সঙ্গে আউশগ্রামের তৃণমূল কর্মী তপন শেখকেও এইদিন ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করার জন্যই কেন্দ্রের বিজেপি সরকার সিবিআইকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা তাপস চ্যাটার্জি। এদিন দুপুর দুটোর সময় সিবিআই অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে আসেন বীরভূমের ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজরুল রহমান। প্রায় তিন ঘন্টা ম্যারাথন জেরা করা হয় তার। সন্ধ্যে ছ টায় অস্থায়ী সিবিআই অফিস থেকে বেরোন। সিবিআইকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এনেছেন এই তৃণমূল নেতা।