নিজস্ব প্রতনিধি, ঝাড়গ্রাম : দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র। এই রাজ্যের খেটে খাওয়া মানুষ গুলোকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ ও ৬ জুন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার বিকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের বিজেপি সরকারের এই বঞ্চনার প্রতিবাদে মিছিল হল। সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় ওই বিক্ষোভ মিছিলে শামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। মিছিলের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত সহ আরো অনেকে। ওই পথ সভায় উপস্থিত থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, 'গত বিধানসভা নির্বাচনে বিজেপি চেয়েছিল পশ্চিমবঙ্গ দখল করতে। তাদের সিবিআই, ইডি, তাদের প্রশাসনকে কাজে লাগিয়েও দখল করতে পারলো না। কিন্তু মানুষ উন্নয়ন এর প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। এখন ১০০ দিন প্রকল্পের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭২ টি সফল প্রকল্পের সুবিধা পাচ্ছে সর্বস্তরের মানুষজন।'