বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

author-image
Harmeet
New Update
বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ বাকি জেলাগুলির মতো বাঁকুড়া জেলা জুড়েও পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। প্রশাসনের বিভিন্ন দফতর, বনবিভাগ এবং পরিবেশ প্রেমী সংগঠনের উদ্যোগে আজকের দিনটি পালিত হল। সারেঙ্গা ব্লকের পরিবেশ প্রেমী সংগঠনের উদ্যোগে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। পোস্ট অফিসের সামনে বকুল গাছ লাগানো হয় এবং সারা বছর ধরে যে সমস্ত গাছ লাগানো হয়েছে তার পরিচর্যা করা হবে বলে জানানো হয়েছে গ্রিন ফোর্স এর পক্ষ থেকে। অন্যদিকে সারেঙ্গা রেঞ্জের উদ্যোগে রেঞ্জ অফিস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারেঙ্গার রেঞ্জার সুরজিৎ কুমার মজুমদার, স্থানীয় সারেঙ্গা রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। শুধু বৃক্ষরোপণই নয়, স্থানীয় লোকজন ও ক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। সারেঙ্গা ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এদিন পরিবেশ দিবস পালন করা হয়। সারেঙ্গা ব্লক অফিস চত্বরে বেশ কয়েকটি গাছ লাগানো হয়ষ উপস্থিত ছিলেন বিডিও ফাহিম আলম। অন্যদিকে খাতড়া ব্লক প্রশাসন, খাতড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কংসাবতী শিশু বিদ্যালয়ের তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, খাতড়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দমোহন মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন শোভাযাত্রা থেকে বৃক্ষ রোপণের পাশাপাশি মহাকুমা শহরকে আবর্জনা মুক্ত ও প্লাস্টিক বর্জন করার অনুরোধ জানানো হয়।