নিজস্ব সংবাদদাতা : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে রাশিয়া নিজের অস্ত্র ব্যবহার করবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন পুতিন। ইউক্রেনে একাধিক লঞ্চ রকেট সিস্টেম (MLRS) সম্পর্কে তিনি বলেন,ইউক্রেনে আমেরিকান এমএলআরএস সরবরাহ করা মূলত কিছুই পরিবর্তন করে না, যেহেতু কিইভ এর আগেও একই ধরনের অস্ত্র ছিল, যার মধ্যে একই রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে, তাই তারা কেবল তাদের ক্ষতি পূরণ করছে।