নিজস্ব সংবাদদাতা : ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে সকল সংগ্রামীদের নাম গাঁথা রয়েছে তাদের মধ্যে একজন হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। নেতাজি জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্ডিয়া গেটে ৩০ ফুট উচ্চ মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কম সময়ের মধ্যে মূর্তি স্থাপনের কাজ নির্মাণ করা না যাওয়ায় গত ২৩ জানুয়ারি ‘হলোগ্রাম স্ট্যাচু’র ব্যবস্থা করা হয়েছিল ইন্ডিয়া গেটে। তবে স্বাধীনতা দিবসের আগে নেতাজির ৩০ ফুট উচ্চ মূর্তিটির নির্মাণ কার্য সম্পন্ন করার লক্ষ্যে জোর কদমে চলছে কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে স্বাধীনতার ৭৫তম বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির এই মূর্তির উন্মোচন করবেন।মইসুরের বাসিন্দা বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ ৩০ ফুট দীর্ঘ নেতাজি মূর্তি নির্মাণ করছেন।বিশালাকার মূর্তিটি তৈরির সঙ্গে রয়েছেন প্রখ্যাত ভাস্কর অদ্বৈত গদানায়কও। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক অদ্বৈত গদানায়ক ও তাঁর দল গ্রানাইট পাথরের বিশাল মূর্তিটির মূল আঙ্গিক তৈরি করেছেন।