নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় ফের বেপোরয়া গতির কারণে বড়সড় দুর্ঘটনা ঘটল। এদিন বিসর্জন দিয়ে ফেরার পথে উল্টে যায় একটি ম্যাটাডোর। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডিভাইডারে ধাক্কা মারে ম্যাটাডরটি। রবিবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে হেস্টিংসের কাছে। এই ঘটনায় এখনও অবধি ১৯ জন মতো আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এদিকে পলাতক ম্যাটাডরটির চালক।