হরি ঘোষ, দুর্গাপুর : কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল ইসিএল আবাসনের একটা বড় অংশ। এলাকায় প্রবল আতঙ্ক। রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের সিয়ারসোল রাজ বাড়ি এলাকার ঘটনা। এই এলাকায় মহাবীর কোলিয়ারির বেশকিছু আবাসন রয়েছে। শনিবার বিকেলে ঝড় বৃষ্টির সময় হঠাৎ করেই খনি আবাসনের একটা বড় অংশ ধসে পড়ে। এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছান রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ৩৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব। তিনি এদিন এলাকাটি পরিদর্শন করার সাথে সাথেই 'খনি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই এ ধরনের গাফিলতি করেছে' বলে অভিযোগ করেন। খনি আবাসন গুলিকে মেরামত করার কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি করেছেন তিনি। তার দাবি, এই খনি আবাসন গুলিতে বেশ কিছু খনি কর্মী বসবাস করলেও খনি কর্তৃপক্ষ আবাসন গুলিকে কেন মেরামত করার উদ্যোগ নেননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর দাবি, অবিলম্বে এই সকল খনি আবাসন গুলিকে মেরামতের উদ্যোগ নিতে হবে। এ নিয়ে খনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন তিনি।