অসংগঠিত শ্রমিকদের সরকারি প্রকল্পের আওতায় আনছে ই-শ্রম কার্ড

author-image
Harmeet
New Update
অসংগঠিত শ্রমিকদের সরকারি প্রকল্পের আওতায় আনছে ই-শ্রম কার্ড

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতার ৭৫ বছরে অসংগঠিত শ্রমিকদের আশার আলো দেখাচ্ছে ভারত সরকারের ই-শ্রম কার্ড। এটি এমন একটি প্রকল্প যেখানে দেশের প্রতিটি অসংগঠিত শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রায় ২০ কোটি কর্মীর নাম ইতিমধ্যেই এই পোর্টালের অন্তর্ভুক্ত করা হয়েছেন, যেখানে ১৬ থেকে ৫৬ বছরের বয়সীরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই ই শ্রম পোর্টালটি ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল। যেখানে শ্রমিকদের ডেটা, পরিচয় পত্র, অন্যান্য ডেটা সঞ্চয় থাকবে। যাতে শ্রমিকরা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পায়। কেন্দ্রীয় সরকার মূলত অসংগঠিত শ্রমিকদের ডেটাবেস তৈরি করার জন্য এই প্রকল্পের সূচনা করেছে।এই পোর্টালে নাম নথিভুক্ত করতে কিছু নিয়মাবলী রয়েছে। ই শ্রম কার্ডটি একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দেওয়া থাকবে। কৃষক, শ্রমিক, গাড়ির চালকরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত।যারা EPFO সদস্য নন, তাঁরাও এই প্রকল্পের আওতায় পড়বেন। যদি কিছু অসঙ্গতি দেখা যায়, তাহলে ফর্মটি বাতিল পর্যন্ত হতে পারে। ডেটা ভুল দিলে জালিয়াতির অভিযোগও উঠতে পারে। সেক্ষেত্রে ই শ্রম কার্ডটি সেই ব্যক্তি পাবেন না। ই শ্রম কার্ডে ১৮ থেকে ৪০ বছর বয়সের নারী-পুরুষ সকলেই প্রধানমন্ত্রী পেনশন যোজনার মাধ্যমে ৬০ বছর পরে মাসে তিন হাজার টাকা পেনশন নিতে পারবেন।এই কার্ডের সাহায্যে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধাও পাওয়া যাবে।